December 16, 2025, 4:49 pm
Logo
শিরোনামঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক। আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে শ্রমিকদের ওপর লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি 87
নিউজ আপঃ Monday, June 2, 2025

সাভারে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের উপর লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অনেক শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২ জুন) সকাল ৯টা থেকে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে উপজেলার হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এঘটনায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। পরে প্রায় দেড় ঘণ্টা পর একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহারসহ লাঠিপেটা করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকরা জানায়, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষের ২৯ মে বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানান। তবে ওই দিন বকেয়া পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। পরে ১ জুন রোববার বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। পরে ক্ষুব্ধ হয়ে সোসবার সকাল ৯টার দিকে শ্রমিকেরা বকেয়া পরিশোধের দাবিতে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। একপর্যায়ে জলকামান দিয়ে পানি ছিটিয়ে, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় অনেক শ্রমিক আহত হয়েছেন বলেও জানান তারা।

এব্যপারে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সামনে ঈদ, এই সময়ে শ্রমিকদের বেতনের বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ঈদকে সামনে রেখে মহাসড়ক দিয়ে যাত্রী ও পণ্য পরিবহনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হয়েছে। একপর্যায়ে বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও জলকামান ব্যবহার করে সড়ক থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share