বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার
সাভারে যুবদলের নেতা কে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে চিকিৎসার জন্যে এক লক্ষ টাকা দিয়ে গেলেন সন্ত্রাসীরা, আহত ব্যক্তিরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
অভিযোগ সূত্রে জানা যায় বুধবার রাতে তেতুলজোড়া ইউনিয়নের শ্যামপুরে যুবদল নেতা নাঈমের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর,ও লুটপাট চালিয়েছেন একদল সন্ত্রাসী বাহিনী । এসময় অন্তত ৩০ থেকে ৪০ সদস্যর একটি সন্ত্রাসী দল এই হামলা চালায়।
তেঁতুলজোড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মোঃ নাঈমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে দিবাগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে যুবদল নেতা নাঈম জানায় মাদক সেবন করে তার প্রতিষ্ঠানের সামনে এসে বিশৃঙ্খলা করলে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২৫ থেকে ৩০ জন দেশীয় অস্ত্রসহ তাদের উপর হামলা চালায় পরবর্তীতে হাসপাতালে এসে মীমাংসার উদ্দেশ্যে চিকিৎসার জন্য এক লক্ষ টাকা দিয়ে যায়, আমি এই টাকা গ্রহণ না করলে বিছানার পাশে রেখে চলে যায়।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, বলে জানান ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।