January 31, 2026, 3:08 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি 102
নিউজ আপঃ Thursday, May 29, 2025

সাভারে গত এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন এবি গ্রুপ লিমিটেডের নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা। তাদের অবরোধে দুটি সড়কের উভয় পাশের লেনে কয়েক কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সোমবার সকালে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় সিংঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

এরপর বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

বিক্ষুব্ধ নারী শ্রমিক শাহিদা আক্তার বলেন, আমাদের কারখানায় এক হাজার শ্রমিক কাজ করেন। তারা এখন পর্যন্ত গত এপ্রিল মাসের বেতন দেয়নি। একইসঙ্গে ওভারটাইমের টাকাও দেয়নি কারখানা কর্তৃপক্ষ।

চলতি মাসে ২৫ তারিখের মধ্যে পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছিল তারা। কিন্তু তারা বেতন ও ওভারটাইমের কোনো টাকাই পরিশোধ করতে পারেনি।
শ্রমিক হুমায়ন কবির বলেন, আমরা বেতন না পেয়ে দোকানে বাকি করে চলছি। অনেকেই বাড়ি ভাড়া দিতে পারিনি।

কারো কারো পরিবারের সদস্যদের টাকার অভাবে চিকিৎসা থেমে যাচ্ছে। কিন্তু আমরা কারখানার কর্তৃপক্ষকে কয়েকবার শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরেছি। তবে কোনো সমাধান হয়নি।
এবি গ্রুপ লিমিটেডের এইচ আর অ্যাডমিন মোহাম্মদ বাবু আহম্মেদ বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে,
আমাদের কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর এসআই অনিল রায় বলেন, হেমায়েতপুরে এবি গ্রুপ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন। আমরা কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share