সাভারে করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগষ্ট) সকালে উপজেলার ১২ টি ইউনিয়ন ও সাভার পৌরসভার ৩টি ওয়ার্ডের বিভিন্ন স্কুলে এ গণটিকার উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
সাভার সদর:সাভার সদর ইউনিয়নে চেয়ারম্যান সোহেল রানা সকালে চাপাইন নিউ মডেল হাই স্কুল ক্যাম্পাসে টিকার উদ্বোধন করেন।
আশুলিয়া: আশুলিয়া স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে সকালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মাতবর।
তেতুঁলঝোড়া: তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুল বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছয়’শ জনকে টিকা দেওয়া হয়।
বনগাঁও : সাভারে নগরকোন্ডা এলাকার চাকুলিয়া স্কুলে সকাল সাড়ে নয়টায় টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় স্বাস্থ্যবিধি মেনে ৩টি ওয়ার্ডের প্রায় দুইশত জনকে আজ টিকা দেওয়া হয়।
ধামসোনা: ধামসোনা ইউনিয়নের মির্জানগর এলাকায় এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম।
কাউন্দিয়া: কাউন্দিয়া ইউনিয়নের কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্ত ।
ভাকুর্তা: মুশুরীখোলা স্বাস্থ্য কেন্দ্রে গণটিকার উদ্বোধন করেন আনোয়ার হোসেন। এছাড়াও ওই এলাকায় টিকা নেওয়া অসুস্থ রোগীদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন।
এছাড়াও একই সময় গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন পাথালিয়া ইউনিয়েনের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, শিমুলিয়ার ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম সুরুজ, আমিন বাজার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ মাষ্টার।