
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২১, ২:৫৭ পি.এম
সাভারে একটি কয়েল ফ্যাক্টরির ভিতর থেকে যুবকের লাশ উদ্ধার

সাভারে একটি কয়েল ফ্যাক্টরির ভিতর থেকে রবিন মোল্ল্যা (২৪) নামের এক যুককের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) সকালে সাভার পৌর এলাকার জারা কেমিক্যাল ওয়ার্কস এন্ড ইলেকট্রনিক্স কারখানার ভিতর থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত যুবক ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কলারঙ গ্রামের মটুম মোল্লার ছেলে।
পুলিশ বলছে, সকালে ওই ফ্যাক্টরির ভিতরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ক্যাটিং ম্যান রবিন মোল্ল্যার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি (অপারেশন) আল আমিন বলেন, ময়না তদন্তের পরে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.