
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৮:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২১, ৪:৫৭ পি.এম
সাধারণ মানুষের ভালোবাসায় গোবিন্দ কুন্ডু ৫ম বারের মতো সফল কাউন্সিলর

৩য় ধাপে অনুষ্ঠিত পাংশা পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে ৫ম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছে গোবিন্দ কুন্ডু।
তিনি রাজনৈতিক জীবনের শুরুতে ১৯৮৪ সাল থেকে পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এরপর থেকে স্বেচ্ছাসেবকদলের সাথে ৫-৬ বছর সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ২০১৬ সালে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি তার রাজনৈতিক দলের সাথে কোনোভাবে সম্পৃক্ততা না রেখে পুরোপুরি ভাবে জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন।
এব্যাপারে গোবিন্দ কুন্ডু সাংবাদিকদের বলেন, বর্তমান সময়ে জনপ্রতিনিধির নের্তৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি তার নির্বাচিত এলাকাসহ পাংশা এলাকার মানুষের সেবা করে যেতে চান মৃত্যুর আগ পর্যন্ত। ধারাবাহিক ভাবে নির্বাচনে অংশ নেওয়া ও নির্বাচনে জয় লাভের ব্যাপারে মূল অবদানকারী হিসেবে তার পরিবারের সদস্য তার শ্রদ্ধেয় বড় ভাই দেবদাস কুন্ডু ও জনসাধারণ বলে তিনি উল্লেখ করেন। আগামীতে সরকারি ক্ষাত থেকে আয়কৃত অর্থ ও ত্রাণ জনসাধারণের কল্যাণে ব্যয় করবেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, এ যাবত তিনি তার নির্বাচিত এলাকাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন অঞ্চলে নিজের ব্যক্তিগত উৎস থেকে অর্থ প্রদানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক ও নানা রকম সহযোগিতা করার নজির রয়েছে। পাংশা পৌরসভায় তার নির্বাচিত এলাকা (৪নং ওয়ার্ড) শতাধিক আদিবাসী মানুষের মাঝে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন দীর্ঘ ১০ বছর (২০০৬-২০১৬)।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.