প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশের সাইবার ক্রাইম ব্যাপকভাবে বাড়ছে, এই অপরাধ দমন করতে হবে। এ জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আজ রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের কারণে সাইবার ক্রাইম ব্যাপকভাবে বেড়ে গেছে। আমাদের এটাকে দমন করতে হবে। ৯৯৯ নম্বরে ফোন করলেই তাৎক্ষণিকভাবে সাহায্য করে যাচ্ছে পুলিশ। তারা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানা ধরনের অপরাধ সংগঠিত হয়। সেগুলো আমাদের দমন করতে হবে।’
৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ উপলক্ষে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংযের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ভার্চুয়ালি প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। সেইসঙ্গে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সহকারী পুলিশ সুপারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় গুজব বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন সরকার প্রধান। বলেন, ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহারের মাধ্যমে অনেক ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। বিশেষ করে, এই ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে কিশোর বা উঠতি বয়সের ছেলেমেয়েরা। সেখান থেকে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া গুজব রটানো বা এ ধরনের কাজ যাতে না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।