প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মিথ্যা মামলায় কারগারে পাঠানোর প্রতিবাদে কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়। সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন।
এসময় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এএম মিজানুর রহমান বুলেট, প্রথম আলোর কলাপাড়া উপজেলা প্রতিনিধি নেছার উদ্দিন আহমেদ টিপু, কুয়াকাটা প্রেসক্লাবের কিার্যনির্বাহী সদস্য বাবু অনন্ত মূখার্জীসহ প্রমূখ।
বক্তারা বক্তব্যে বলেন, অবিলম্বে অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে শর্তহীন মুক্তি দিতে হবে। দোষিদের বিচারের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে হবে।