সাংবাদিকতার পাঠ এখন নতুন করে শিখতে হচ্ছে!
সাংবাদিক নামের পরগাছারা এ মহান পেশাকে ব্যক্তিগত হোম সার্ভিসে পরিগণিত করার চেষ্টা করছে। এরা সব সময় ক্ষমতাবানদের চারপাশে থাকে এবং তাদের উত্তাপেই চলাফেরা করে। ফেসবুকে ঢুকলে হরহামেশাই এ পরগাছাদের দাপাদাপি চোখে পড়ে। তারা ‘ফেসবুক সাংবাদিক’ নামেই অধিক পরিচিত।লাজ-লজ্জার বালাই নাই এরাই আবার ফেসবুকে বড় বড় বয়ান ছেড়ে সাংবাদিকতার পাঠ শিখায়, বড়-ই দু:খ লাগে।
সংগৃহীত
নাজমুস সাকিব
সভাপতি
সাভার প্রেসক্লাব।