শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে চার টার দিকে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০০ বছর। তার পৈত্রিক নিবাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাগুরাডাঙী গ্রামে। সেখানেই ছিল তার বেড়ে ওঠা আর কর্মজীবনেও থেকেছেন সেখানেই। কর্মজীবনে তিনি দীর্ঘদিন পাংশার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ মাগুরাডাঙী কাজী আব্দুল মাজেদ প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান।মৃত্যু কালে ৩ ছেলে ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যগুন্যগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ সরদার আবদুস সোবহান ছিলেন একজন নজরুল ভক্ত মানুষ। কাজের ফাঁকে অবসর সময়ে নজরুলের লেখা বিভিন্ন গল্প, উপন্যাস, কবিতা সহ তার সঙ্গীতের মধ্য দিয়ে সময় কাটাতেন। তার এই চলে যাওয়াই শোক প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক মহলের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠন।
শনিবার (১৩ মার্চ) দুপুর ২টায় পাংশা পৌরসভায় তার জানাযার অনুষ্ঠিত হয়। এতে তার প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। জানাযার নামাজ শেষে তাকে পাংশা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এই বিভাগের আরও খবর....