হবিগঞ্জ প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অংশে দুই পাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। হবিগঞ্জের নির্বাহি ম্যাজিস্ট্রেট নাহিদুল হাসান চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান। এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহি প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল।
এর আগে সোমবার (৪ ফেব্রুয়ারি) দিনভর সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়ে মাইকিং করা হয়।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, আগেও এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ দেয়া হয়েছে কিন্তু দখলদাররা কোন কর্ণাপাত করেনি। তাই এগুলো ভেঙে ফেলা হয়েছে। সেই সাথে আবারও যে এসব অবৈধ স্থাপনা বসানো না হয় সেজন্য হুশিয়ারি দেয়া হয়েছে।