July 30, 2025, 10:44 pm
Logo
শিরোনামঃ
রাজশাহী,বাঘায় বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন সাভার থেকে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭,৬০০ টাকাসহ ০১ জন গ্রেফতার। সাভারে দুইজনকে কুপিয়ে জখম উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্তে নিহত ১৯, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত বাঘায় মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা এসএসসিতে তাহসান মাহমুদ চৌধুরী গোল্ডেন জিপিএ-৫ অর্জন অন্ধ মার্কেট রক্ষায় প্রতিবন্ধীদের মানববন্ধন — সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সাভার ১০০গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম আটক
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

শাহিনুর কবির, ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন

নিজস্ব প্রতিনিধি 90
নিউজ আপঃ Thursday, April 24, 2025
অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির।

ঢাকা জেলা পুলিশের পরপর দুইবার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির।

আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির’কে এ সম্মাননা দেওয়া হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান
তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাভার সার্কেলের তিন থানা (সাভার, আশুলিয়া ও ধামরাই) এলাকায় ফেব্রুয়ারি ও মার্চ মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ নানা কৃতিত্বের জন্য সার্বিক বিবেচনায় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে।

এছাড়াও মো. শাহিনুর কবিরের সঠিক দিক-নির্দেশনায় দক্ষতার ফলস্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার মো. নজরুল ইসলাম, শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান, উপ-পরিদর্শক (এসআই) মো: জাকির আল আহসান, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহামুদুল হাসান, ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আতাউল মাহমুদ ও শ্রেষ্ঠ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার তারেক রহমান।

উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার উপস্থাপনায় ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খায়রুল আলম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস এন্ড ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফ আলী উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে কথা হলে ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। সাভার সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share