January 23, 2026, 9:27 pm
Logo
শিরোনামঃ
সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রিজিয়ন কমান্ডার পর্যায় বৈঠকের জন্য বিএসএফ এর উচ্চ পর্যায়ের ৮ সদস্যর প্রতিনিধি দলের আগমন

প্রতিবেদকের নাম 514
নিউজ আপঃ Thursday, March 5, 2020

 

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ সীমান্তে চোরাচালান রোধ ,অস্ত্র বিস্ফোরক ,নারী শিশু পাচার এবং দুই দেশের সৌহার্দ্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব বজায় রাখার জন্য ভারত বাংলাদেশ বর্ডার ম্যানেজমেন্ট রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকের জন্য ভারতীয় বিএসএফ এর উচ্চ পর্যায়ের ৮ সদস্যর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বিএসএফ এর দক্ষিন বেঙ্গল ফ্রোন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে ৮ সদস্যর প্রতিনিধি দল বেনাপোল চেকপোষ্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

এসময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি)’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ভারতীয় বিএসএফ এর দক্ষিন বেঙ্গল ফ্রোন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে অন্যান্যরা হলেন খোরানিয়ার স্ত্রী শ্রীমতি রুসিয়া খোরানিয়া, আইজি বিএসএফএর উত্তর বেঙ্গল ফ্রোন্টেরিয়ার শ্রী আ্যাশউইনি কুমার সিংও তার স্ত্রী শ্রমতি মায়া সিং, গোহাটি আইপিএস আইজি শ্রী পিয়াস মোরধিয়া, গোহাটি ফ্রোন্টিায়ার ডিজি নডল অফিসার শ্রী জিতেন্দ্র কুমার রুডোলা, দক্ষিন বাংলা ফ্রোন্টিয়ার নুডল অফিসার ডিআইজি শ্রী সুরজিত সিং গুলোরিয়া, নর্থ বাংলার ফ্রোন্টিয়ার নুডল অফিসার শ্রী রাজিভা রঞ্জন শর্মা, সাউথ বাংলার স্টাফ অফিসার শ্রী রবি রঞ্জন, এ এইচ সি শ্রী রাকেশ কুমার রাইনা।

খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন বলেন উভয় দেশের সীমান্ত সংক্রান্ত বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হবে। মুল আলোচনায় থাকবে নারী শিশু পাচার, মাদক, অস্ত্র বিস্ফোরক, সহ চোরাচালান রোধ সম্পর্কে আলোচনা । ভারতীয় বিএসএফ এর প্রতিনিধি দল আজ যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনালে দুপুরে মধ্যেহৃ ভোজ শেষে বৈঠক করবেন। এর আগে বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল কোম্পানি সদরে গার্ড অব অনার প্রদান করা হয়।

যশোর বিজিবির উপ-পরিচালক ফারুক হোসেন বলেন, প্রতিনিধি দল আজ যশোর বৈঠক শেষে খুলনা বিজিবি সেক্টর সদরে যাবেন। সেখান থেকে তারা বিভিন্ন জায়গা ভ্রমন শেষে ৮ তারিখে বেনাপোল হয়ে আবার ভারতে ফিরে যাবেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share