
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৫, ১২:৪৪ পি.এম
রাজশাহী বাঘায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ পালিত

রাজশাহীর বাঘায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি র্যালি বের হয় এবং উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা—কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে বাঘা মডেল মসজিদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর(UDF),উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা আলপনা খাতুনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান,এস আই মহিদুল ইসলাম,মৎস্য কর্মকর্তা তহুরা খাতুন,শিক্ষক রফিকুল হাসান,রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা রনক প্রমূখ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও সম্মানী—অর্থ প্রদান করে পুরস্কৃত করা হয়।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.