
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২২, ৩:১৫ পি.এম
রাজশাহী নগরীতে নির্মাণাধীন দেয়াল ধসে নিহত-১, আহত- ৪

রাজশাহী নগরের ছোটবনগ্রাম বিমানচত্তর এলাকায় নির্মাণাধীন দেয়াল ধসের চাপায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
শনিবার(১২মার্চ)বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক।
নিহত শ্রমিকের নাম রিয়াজুল ইসলাম এবং আহতরা হলেন, এনামুল হক (৩৫), পিলীপ (৪৩), কাজেম আলী (২৭) ও মনজুর আলম (৩৫)। তাদেরকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের বাড়ি গোদাগড়ীর বালিয়া গ্রামে। আর এনামুল হকের বাড়ি নগরের হেতেম খাঁ এলাকায়।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান, এনতাজ আলী নামের এক ব্যক্তির জায়গায় গত দুইদিন ধরে বাড়ির আরসিসি পিলার নির্মাণ কাজ চলছিল। কাজ চলা বস্থায় হটাৎ প্রচির ধসে পড়ে। সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রিয়াজুল নামের একজনকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি টিম উদ্ধার কাজ শুরু করে। সেখান থেকে উদ্ধার করে পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের কাজ চলমান আছে। আরও ঘন্টাখানেক কাজ করবো নিচে কেউ আছে কিনা দেখার জন্য।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.