
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২১, ৪:৩২ পি.এম
রাজশাহীর বাঘায় জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

রাজশাহীর বাঘায় জনগনকে সচেতন করতে জেলা পুলিশের উদ্দ্যাগে মাঠে নেমেছে বাঘা থানা পুলিশ। শনিবার (২৬ জুন) বাঘা পৌরসভার সামনে জেলা পুলিশের উদ্দোগে মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় পথচারীদের ও চলন্ত বিভিন্ন যানবাহনের চালক, যাত্রীদের শত ভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করেন এবং তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
চিকিৎসকদের মাধ্যমে জানা যায়, করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে এলে কিংবা তার সঙ্গে হাত মেলালেও সংক্রমিত হতে পারে যে কেউ। তাই এ ভাইরাস থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই। একই সাথে হ্যান্ড সেনিট্রেশন ব্যবহার বাধ্যতা মূলক। এ দিক থেকে যারা মাস্ক বিহীন বাইরে ঘুরে বেড়াচ্ছেন তাদের সতর্ক করতে জেলা পুলিশের সঙ্গে রাস্তায় নেমেছে বাঘা থানা পুলিশ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, কোভিড-১৯ বাঁচতে আমরা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় কাজ করে যাচ্ছি।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.