রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের স্থগিত হওয়া ভোট আগামী ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে বলে পুঠিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।
গত সোমাবার পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রাজশাহী কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ১০ বিধি অনুযায়ী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের চেয়াম্যান, সংরক্ষিত আসনের এবং সাধারণ আসনের পদে নির্বাচনের জন্য সময়সূচির প্রজ্ঞাপন জারি করা হয় এবং সে মোতাবেক গত ০৫ জানুয়ারী ২০২২ খ্রী: তারিখে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহন চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিরে যাওয়ায় বানেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১নং দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলকান্দি কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত করে ভোটগ্রহন বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এর ২৩/০১/২০২২ খ্রিঃ তারিখের এক স্বারকের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত ভোটগ্রহন বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসানের সদস্য পদে ১নং ওয়ার্ডের ১নং দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলকান্দি কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত ০৫ জানুয়ারী ২০২২ খ্রিঃ অনুষ্ঠিত চেয়ারম্যান পদে স্বতন্ত্র চেয়ারম্যন প্রার্থী (আনারস) প্রতিকে আব্দুুর রাজ্জাক দুলাল ২ হাজার ১ ভোটে এগিয়ে রয়েছেন।
এই বিভাগের আরও খবর....