
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২২, ১:৪০ পি.এম
রাজশাহীতে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত-নিউজ অলটাইম

বর্ণাঢ্য আয়োজনে আজ (রবিবার) রাজশাহীতে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে “ গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিস এ আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জিয়াউল হক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, পরিসংখ্যানকে কোনোভাবেই অবজ্ঞা করা যায় না। পৃথিবীর ছোট-বড় সকল দেশ পরিসংখ্যানকে বিবেচনায় নিয়েই নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করে। তাই বিভিন্ন জরিপ কাজে তথ্য সংগ্রহে গাছাড়া ভাব দেখানো চলবে না। গাছাড়া ভাব দেখালে ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে।
আমাদের ভিশন ২০২১ অর্জনের বিষয়টি তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য এখন আর কোনো স্বপ্ন নয়। আমরা ২০৩০ সালের এসডিজি অর্জন করব, ২০৪১ সালের উন্নত দেশ হওয়ার লক্ষ্যও পূরণ করব। এ লক্ষ্য পূরণে তিনি পরিসংখ্যান ব্যুরোকে সঠিক পরিসংখ্যান দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এর আগে বিভাগীয় কমিশনার ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে পরিসংখ্যান দিবসের শুভসূচনা করেন।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.