
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২২, ১:০২ পি.এম
রাজশাহীতে কেমিক্যাল গোডাউনে আগুন

রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকায় কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(১৫মার্চ) সকাল দশটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট বেলা ১২ টা নাগাদ আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় কোন হতাহতের ঘটনা না ঘটলে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ৫০ লক্ষ টাকার মালামাল রিকোভারী করা গেছে বলে জানিয়েছেন রাজশাহী ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুর রউফ।
তিনি আরও জানান, সর্ট সার্কেট থেকে অগ্নিকাণ্ডে সুত্রপাত হয়েছিল। পরে ধোঁয়ায় চারিদিকে আচ্ছন্ন হয়ে যায়।
নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘সকাল দশটার দিকে গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওই ভবনে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.