
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২২, ৭:২৬ এ.এম
রাজবাড়ী সহ সমগ্র বাংলাদেশে পুলিশ মেমোরিয়াল ডে পালন

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে মঙ্গলবার ১ মার্চ রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার রাজবাড়ীর পুলিশ লাইনে নানা রকম কর্মসূচী পালন করে জেলা পুলিশ। ওই কর্মসূচীতে অংশ নেন কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা। তারা তাদের হারিয়ে ফেলা একমাত্র উপার্যক্ষম মানুষটির স্মরণ করেন এবং অশ্রুসিক্ত নয়নের তাকে ছাড়া বেঁচে থাকা দিন গুলোর কঠিনতম দিক গুলো তুলে ধরেন। ওই সময় সৃষ্টি হয় আবেগময় পরিবেশ। এ পরিবেশের মাঝে তাদের ভরসা দিয়ে বক্তৃতা করেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
সে সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাইনউদ্দিন চৌধুরীসহ জেলা ও থানা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা।
এর আগে পুলিশ লাইনে স্থাপিত কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা। পরে আগত কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে ফুল ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.