
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২০, ২:০৭ পি.এম
রাজবাড়ী পাংশার বাগদুলী বাজারে বিট পুলিশের ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত!

আনোয়ারুল ইসলাম( আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ী পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারে বিট পুলিশের “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলার পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, চাঁদাবাজ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা করেন।
অফিসার ইনচার্জ আরো বলেন মাদক অবৈধ অস্ত্র চোরা চালান কারবারির সাথে কোন আপস নয় আপনারা পুলিশের সর্বত্রকভাবে সহোযোগিতা করবেন। ওই সভায় মৌরাট ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান প্রামানিক, মৌরাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবিএম লিয়াকত আলী খান, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক প্রামানিক, যুব ক্রিয়া সম্পাদক মোঃ কুরবান আলী, সদস্য জাহিদুল হাসান সবুজ, মৌরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শওকত আলী সরদার, বাগদুলী বাজার সমতির সভাপতি মোঃ কেসমত আলী শেখ, সাধারন সম্পাদক হাজি কাওসার মন্ডল, থানা আওয়ামীলীগ এর সদস্য জামাল উদ্দিন বিশ্বাস, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলুল হকসহ সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.