বাংলাদেশ কৃষকলীগ রাজবাড়ী জেলা শাখার বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের উম্মুক্ত মঞ্চে জেলা কৃষক লীগ সভাপতি আবু বক্করের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম (এমপি)।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এছাড়াও স্থানীয় জেলা উপজেলা কৃষক লীগের দ্বায়িত্ব প্রাপ্ত নেতাকর্মীর বক্তব্য রাখেন।
সভায় জেলা কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য আহ্বান জানানো হয়।এছাড়া উপজেলা পর্যায়ে কৃষক লীগের কমিটিগুলো আগামী দিনে কীভাবে কাজ করবে তার দিক নির্দেশনা দেওয়া হয়।
বর্ধিত সভায় জেলা ও উপজেলার কয়েকশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।