
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২২, ১১:০০ পি.এম
রাজবাড়ী জেলার দৌলতদিয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

রাজবাড়ী জেলার দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীর সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ শহিদুল ইসলাম (৫০) নামে এক গার্মেন্টস্ কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) বিকেল ৫ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দূঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলামের সাথে থাকা পরিচয় পত্র দেখে জানা গেছে সে ঢাকা মিরপুর এলাকার আগামী ফ্যাশনস লিমিটেডের একজন কর্মী।
সে বাগেরহাট জেলার রামপাল থানার চন্দ্রখালী গ্রামের মৃত শেখ জিন্নাত আলীর ছেলে।
আহলাদীপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার জানান, বিকেলে দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ মোড়গামী মোটর সাইকেলটিকে ট্রাকটি ধাক্কা দেয়। চালক ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তি আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.