
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২২, ৬:১০ পি.এম
রাজবাড়ীর সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সাথে

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খানের সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ই জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নবাগত জেলা প্রশাসক মোঃ আবু কায়সার খান বক্তব্য কালে বলেন, যোগদানের পর শুনেছি এই জেলার গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান। তাই আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমার ফোন নাম্বার ২৪ ঘন্টা খোলা থাকবে। আপনাদের ফোনের গুরুত্ব দেওয়া হবে। এ সময় তিনি আরও বলেন, আপনাদের সাথে নিয়ে এ জেলার সবধরণের সেবার মানোন্নয়নের গতিকে আরো বেগবান করার আপ্রাণ চেষ্টা করবো । মুক্তিযুদ্ধে রাজবাড়ী জেলার অবদান এবং সাংস্কৃতিক নগরী হিসেবে রাজবাড়ীকে বেশি করে তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন।
মতবিনিময় সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. খান জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমানসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে নবাগত জেলা প্রশাসককে রাজবাড়ী প্রেসক্লাব ও রাজবাড়ী রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুই সংগঠনের নেতারা।
নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান রাজবাড়ীতে ২৩তম জেলা প্রশাসক হিসেবে ১৩ জানুয়ারি রাজবাড়ীর দায়িত্ব গ্রহণ করেন।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.