আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীতে পদ্মা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৪ সেন্টিমিটার কমলেও তা এখনো বিপদ সিমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের এলাকা গুলো এখনো বন্যার পানিতে নিমজ্জিত। এতে প্রায় ৯ হাজার পরিবার পানি বন্দি হয়ে পরেছে। এরই মাঝে জেলা সদর, পাংশা, গোয়ালন্দ ও কালুখালী এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। তবে সবচেয়ে বিপদ জনক অবস্থা দেখা দিয়ে রাজবাড়ী শহর রক্ষা বাঁধের সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি এলাকায়। ৪০ মিটার এলাকা ঝুকিপূর্ণ হয়ে গেছে। ফলে এলাকাবাসীর মধ্যে অতংকের সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জরূরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। বৃহস্পতিবার ঝুকিপূর্ণ ওই এলাকা পরিদর্শন করেছেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এদিকে, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কাঠুরিয়া, চরমৌকুড়ি ও আমবাড়িয়া গ্রামের পানি বন্দি পরিবার গুলো একই ইউনিয়নের মুন্সি বেলায়েত হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। সেখানে তারা গবাদী পশু ও নিয়ে এসেছেন। ফলে সেখানে গাদাগাদি করে পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছেন।
এই বিভাগের আরও খবর....