
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৬:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২২, ১:০২ পি.এম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নাবাবপুর ইউনিয়নের ঘোনার ঘাট এলাকায় মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেণির ১ শিক্ষার্থী নিহত ও দুইজন আহত হয়েছে।
এতে উপজেলার বহরপুর ইউনিয়নের ধরিপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে পায়েল (১৫) নিহত হয়। এছাড়াও একই ইউনিয়নের বাইচচর গ্রামের আক্তার হোসেনের ছেলে সাব্বির (১৫) ও শফির ছেলে আলিফ (১৫) আহত হয়।
আহত দুই জন বালিয়াকান্দি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়, একই মোটরসাইকেল ৩ জন আরোহী উপজেলার নাবাবপুর ইউনিয়নের ঘুনার ঘাট এলাকা থেকে বহরপুরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলের গতি অতিরিক্ত থাকায় তারা আর গতিরোধ করতে না পারলে গাছের সাথে বাড়ী খায়।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উব্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসলে আবাসিক মেডিকেল অফিসার ডাঃসুমন কুমার ওই তিন জনের এক জন পায়েল (১৫)নামের শিক্ষাথীকে মৃত ঘোষনা করে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.