আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে জনসচেতনতা সৃষ্টি করতে মাইকিং, স্টিকার সার্টানোসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক দন্ত চিকিৎসকসহ ৩জনকে জরিমানা করেছে। সোমবার বিকালে উপজেলার বালিয়াকান্দি সদর বাজার, বহরপুর বাজারসহ বিভিন্ন বাজারে স্বাস্থ্য বিধি মেনে ক্রয় বিক্রয় করাসহ জনসচেনতা সৃষ্টিতে স্টিকার সার্টানোসহ মাইকে প্রচার করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার এস,এম আসলাম বলেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বহরপুর বাজারের দন্ত চিকিৎসক মইনুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা এবং বালিয়াকান্দি বাজারের চম্পা সুপার মার্কেটে স্বাস্থ্য বিধি মেনে ক্রয় না করায় ক্রেতা ২ নারীকে ৫শত টাকা করে ১হাজার টাকা জরিমানা করেন