আনোয়ারুল ইসলাম(আনোয়ার)রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ- গত কাল ঈদ শেষ হয়েছে। যার ফলে পুনরায় কর্মস্থল মুখি হতে শুরু করেছে সাধারণ মানুষ। আবার অনেককে আজও মঙ্গলবার রাজধানী থেকে আসতে দেখা গেছে ঘাটে যার ফলে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় পাড়ে ফেরি ঘাটে মানুষের উপচে পড়া ভীর দেখা গেছে। যদিও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ আবার অনেকে গাদাগাদি করে ফেরিতে উঠা নামা করছেন। আজ মঙ্গলবার দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকামুখি হচ্ছে শত শত যাত্রী ও ঢাকা থেকে ফিরেও আসছে শত শত যাত্রী। এসময় দৌলতদিয়া ফেরি ঘাটে কর্মমুখি ও ঘরমুখি মানুষের উপচে পড়া ভীড় দেখা যায়। গনপরিবহন বন্ধ থাকায় শতশত প্রাইভেট-মাক্রোবাস দেখা যায়। কোন যাত্রী স্বাস্থ্যবিধির মানছেন না। মহাসড়কে কোন গনপরিবহন না থাকায় প্রাইভেটকার-মাক্রোবাস ও অটো, টেম্পুতে চলাচল করতে হচ্ছে কর্মমুখি ও ঘরমুখি মানুষের। গনপরিবহন না থাকায় ছোট ছোট গাড়ির উপর নির্ভরশীল থাকায় এই সুযোগে অতিরিক্ত টাকা আদায় করছে যাত্রীদের কাছ থেকে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক মোঃ মাহাবুব হোসেন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ৬টি ইউটিলিটি (ছোট) ফেরি চলাচল করছে। দৌলতদিয়া পারে ৩নং ও ৫নং ফেরি ঘাট মেরামত করার জন্য বন্ধ রয়েছে। মাত্র ২নং ও ৪নং ফেরি ঘাট সচল রয়েছে। তিনি বলেন, আজও ঢাকা থেকে যে পরিমান যাত্রী আসছে ঠিক সেই পরিমান যাত্রী ঢাকায় ফিরে যাচ্ছে। এসময় অনেক ব্যক্তিগত গাড়ি আসছে ও যাচ্ছে। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়,যদি এভাবে চলতে থাকে তাহলে সারাদেশে করোনা ভাইরাস খুব সহজেই ছড়িয়ে পড়বে।