
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২০, ২:১০ পি.এম
রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে আগ্নেঅস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার ।

আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
জানাগেছে, রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার) নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ এবং কালুখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে কালুখালী থানার এস আই সোহাগ সাহা সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় ১ টি দেশী ওয়ান শুটার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ সহ অস্ত্রধারী মোঃ ওলিয়ার মন্ডল(৩০) কে গ্রেফতার করে। সে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া গ্রামের মোঃ আমিন মন্ডলের ছেলে।রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালুখালী থানাধীন সাওরাইল ইউনিয়নের ৩৯ নং উত্তর কুমরীরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সামনে কবরস্থানের উত্তরপাশে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করে। সেই সাথে তার কাছে থাকা দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রাজবাড়ী আদালতে প্রেরন করেন করা হয়।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.