আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ বিট পুলিশিং সফল করি, নারী নিরাপদ সমাজ গড়ি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বিষয়ক সচেতনতামূলক রাজবাড়ী জেলার কালুখালীতে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ৮ জুলাই বুধবার বিকেলে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে “বিট পুলিশিং সফল করি, সুখি নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিট পুলিশিং কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল মোঃ লাবিব আব্দুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা।
এ সময় কালুখালী থানার ওসি তদন্ত মোঃ আব্দুল গণি, মদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবিএম রোকনুজ্জামান, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, বিট অফিসার এস.আই মোঃ মাহাবুর রহমান, সহকারী বিট অফিসার এ.এস.আই এস.এম শাহিন আলম ও ইউনিয়ন পরিষদের সদস্যগণ সহ এলাকার সর্বস্থরের জনগণ ।