
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৭:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২০, ১:৫৫ পি.এম
রাজবাড়ীর কালুখালীতে ডিবি পুলিশের অভিযানে, ১৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ব্রীজ থেকে ৫৪ হাজার টাকা মূল্যের ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো, জেলার বালিয়াকান্দি উপজেলার তেনাই শিবপুর গ্রামের মোঃ লোকমান মন্ডলের ছেলে বাপ্পি মন্ডল (২৩) এবং কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামের মোঃ মোহন শেখের ছেলে মোঃ সোহাগ শেখ (২৫)। রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, গত রবিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালুখালী উপজেলার চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ব্রীজের উপরে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান পরিচালনা করে। সে সময় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাপ্পি মন্ডলকে এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ শেখকে তারা গ্রেপ্তার করে।
এ ঘটনায় সোমবার দুপুরে কালুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.