
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২০, ৭:৫৭ এ.এম
রাজবাড়ীতে রোটারী ক্লাবের উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে আহার বিতরণ

আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী প্রতিনিধিঃ আন্তর্জাতিক সেবামুলক সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮১ এর তত্বাবধানে দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মধ্যে আহার বিতরণ কার্যক্রম “আহার প্রতিদিন” শুরু হয়েছে। এ উপলক্ষে রোটারী ক্লাব অব রাজবাড়ী চন্দনার উদ্যোগে বুধবার (১ জুলাই) দুপুরে রাজবাড়ী শহরের রেলওয়ে শহীদ খুশী ময়দান সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে আহার বিতরণ করা হয়।চলমান করবে এ কার্যক্রম। এসময় রোটারী কাব অব রাজবাড়ী চন্দনার প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. গণেশ নারায়ণ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রাজবাড়ী প্রেসকাবের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক, রোটারী কাব অব রাজবাড়ী চন্দনার বর্তমান সভাপতি গণেশ মিত্র, সাধারণ সম্পাদক এ্যাড. আহসান হাবিব নিউটন, প্রাক্তন সভাপতি এ্যাড. উজির আলী সেখ, এ্যাড.মোস্তফা কবীর,রোটারীয়ান জয়দেব কর্মকার ও এ্যাড. অনুপ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১ জুলাই থেকে ২০২০-২১ রোটারী বর্ষ শুরু হয়েছে। নতুন রোটারী বর্ষে রোটারী ক্লাব অব রাজবাড়ী চন্দনার সভাপতি হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী গণেশ মিত্র এবং সাধারণ সম্পাদক হিসেবে এ্যাড. আহসান হাবিব নিউটন দায়িত্ব গ্রহণ করেছেন।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.