“মুজিববর্ষের অঙ্গিকার তামাক ও ধুমপান করবই পরিহার” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে ধুমপানসহ সকল প্রকার মাদক সেবন না করার শপথ গ্রহন করেছে ৫০ জন পরিবহন শ্রমিক।
সোমবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ শপথ গ্রহন ও তাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরন করা হয়।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তৃতা করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউনা নাহিদ।
পরে জেলার ৫০ জন পরিবহন শ্রমিকের মাঝে পুষ্টিকর খাবার হিসেবে দুধ, ডিম ও মুরগির মাংস বিতরন করা হয়। এর আগে ওই পরিবহন শ্রমিকদের মাদক না করার শপথ বাক্য পাঠ করান রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।