
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২১, ১১:৫০ এ.এম
রাজবাড়ীতে বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার জন্মদিন পালন

দেশ-বিদেশের কোটি কোটি পাঠকের প্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন ও একযুগে পদার্পণ উপলক্ষে রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে বাংলাভিশনের জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত।
সোমবার (১৫ মার্চ) বিকাল চারটায় বার্তা২৪ এর স্টাফ করেসপন্ডেন্ট সোহেল মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সিনিয়র সাংবাদিক ও রাজবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এটি,এম রফিকউল্লাহ, সাবেক জেলা প্রশাসক সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি আবুল ছামাদ মিয়া
বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি প্রথমেই অতিথিদের ফুলদিয়ে বরণ করে নেন এবং আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
এ সময় আরও বক্তব্য দেন, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জনাব সমীর কান্ত বিশ্বাস, নাগরিক টেলিভিশন ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হেলাল মাহামুদ, সাবেক জেলা প্রশাসক সৈয়দ সিদ্দিকুর রহমান
প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজী কেরামত আলী বলেন, মানুষ থাকবে না চিরকাল তবে থেকে যাবে তার ব্যবহার। তিনি সাংবাদিকদের কাছে অনুরোধ করেন আপনারা সমাজের দর্পণ, আপনারা সঠিক তথ্য সমাজের কাজে তুলে ধরবেন এটাই আমার দাবি।
আলোচনা অনুষ্ঠান শেষে কেক কাটার হয় পরে মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি গানের মধ্যেদিয়ে অনুষ্ঠান শেষে হয়।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.