প্রতিদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আজ সোমবার বিকাল পর্যন্ত জেলার ৪টি উপজেলার পদ্মা তীর সংলগ্ন নিচু এলাকায় পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে। এতে রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
সেই সাথে ওই সব এলাকার রাস্তা ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। দেখা দিয়েছে গবাদি পশুর খাবারের বড় সংকট দেখা দিয়েছে। তলিয়ে গেছে জমির ফসল। সুপেয় পানির অভাবে দেখা দিচ্ছে নানা রোগবালাই।
পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ৯ সেন্টি মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩৪ সেন্টি মিটার উপর দিয়ে বইছে।