চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলায় ১৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগের ৬ জন, বিএনপি ৩ জন, আওয়ামীলীগ বিদ্রোহী ৩ জন ও স্বতন্ত্র ২ জন চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।
আওয়ামীলীগের বিজয়ীরা হলেন, মিজানপুরে টুকু মিজি (নৌকা), শহীদওহাবপুরে নুর মোহাম্মদ ভুইয়া (নৌকা), মূলঘরে ওহিদুজ্জামান (নৌকা), বাণিবহে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শেফালী বেগম (নৌকা), খানগঞ্জে শরিফুর রহমান সোহান (নৌকা) ও চন্দনীতে আব্দুর রব (নৌকা)।
বিজয়ী বিএনপি সমর্থিত চেয়ারম্যান, বরাট ইউনিয়নে কাজী শামছুদ্দিন (আনারস),পাঁচুরিয়ায় মোঃ মজিবুর রহমান রতন (আনারস), খানখানাপুর একেএম ইকবাল (চশমা)।
আওয়ামীলীগ বিদ্রোহী বিজয়ীরা হলেন রামকান্তপুরে রাজিব মোল্লা বাবু (মোটর সাইকেল),আলীপুরে আবু বক্কর সিদ্দিক (আনারস)।
স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যান হলো, সুলতানপুরে আশিকুর রহমান সচিব (ঘোড়া),রামকান্তপুরে রাজিব মোল্লা বাবু (মোটর সাইকেল), দাদশীতে দেলোয়ার শেখ দেলো (আনারস)।
উল্লেখ্য,রাজবাড়ী সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে ১২৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় । এর মধ্যে ২ টি অস্থায়ী কেন্দ্র ছিলো । যার মধ্যে রয়েছে ৫৪ টি সাধারণ ভোট কেন্দ্র ও ৭৩ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সাধারণ ভোট কেন্দ্রে ২০ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২১ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত ছিল। ১৪ টি ইউনিয়নে ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলো । এছাড়াও ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন ছিলো । নির্বাচনী এলাকায় ২১ টি মোবাইল টিম টহল ও নিরাপত্তা রক্ষায় দ্বিতিত্ব পালন করেছে।
এই বিভাগের আরও খবর....