July 13, 2025, 3:18 pm
Logo
শিরোনামঃ
বাঘায় মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা এসএসসিতে তাহসান মাহমুদ চৌধুরী গোল্ডেন জিপিএ-৫ অর্জন অন্ধ মার্কেট রক্ষায় প্রতিবন্ধীদের মানববন্ধন — সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সাভার ১০০গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম আটক কারাগারে গলায় ফাঁস দিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ঈদুল আযহা উপলক্ষে SLA মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানার শুভেচ্ছা বার্তা বাঘা উপজেলায় ১৪১৩০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বাঘায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ১ পশু কেনাকাটা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‍্যাব আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি আত্মপ্রকাশ ; সভাপতি সৌরভ ও সম্পাদক সাকিব
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে নদী ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান রয়েছে।

প্রতিবেদকের নাম 435
নিউজ আপঃ Monday, June 22, 2020

আনোয়ারুল ইসলাম(আনোয়ার)রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীতে বর্ষা মৌসুম শুরুর সাথে সাথেই পাল্লা দিয়ে শুরু হয়েছে ভাঙ্গন। জেলার ৮৫ কিলোমিটার নদী পথের বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন। ভাঙ্গন আতঙ্কে দিন কাটছে নদী পারের হাজার হাজার মানুষের হুমকিতে রয়েছে দেশের গুরুত্বপূর্ন নৌপথ দৌলতদিয়া পাটুরিয়ার দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট। সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় গিয়ে দেখাযায়, সেখানে ভাঙ্গন শুরু হয়েছে। পদ্মা নদী ভাঙ্গতে ভাঙ্গতে একেবারেই বিদ্যালয়ের কোনায় এসে ঠেকেছে। যে কোন সময় নদীর্ভে বিলিন হতে পারে বিদ্যালয়টি। এর পাশেই ফসলীজমি পাট ও তিলসহ ভেঙ্গে যাচ্ছে। যদিও ভাঙ্গন কবলীত এলাকায় বালুর বস্তা ও ড্রেজার মেশিন দিয়ে বালু ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও ভাঙ্গন শুরু হয়েছে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা, লালগোলা, বরাট ও গোয়ালন্দ উপজেলার অন্তার মোড়, দেবগ্রাম, কাওয়াজানি ও দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। মারাত্বক ভাঙ্গন ঝুকিতে রয়েছে চর সিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মসজিদ, কবর স্থান, বাজারসহ শত শত বসতবাড়ি। গত এক সপ্তাহের ভাঙ্গনে এই এলাকার অন্তত ৩০ বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলিন হয়েছে। এই এলাকার ছোট ছোট শিশুদের পড়া শোনার জন্য একটি মাত্র বিদ্যালয় মহাদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় । এই বিদ্যালয়টি নদীগর্ভে বিলিন হওয়ার পথে। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে রক্ষার চেষ্টা করছে তবে স্থায়ীভাবে বোল্ডার ফেললে হয়তো বিদ্যালয়টি রক্ষা হতে পারে। এদিকে দেশের গুরুত্বপূর্র্ন নৌরুট দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ৬ নম্বর ফেরিঘাটের পাশেই ওম্বার মেম্বারের পারা এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ওম্বার মেম্বারের পারা এলাকায় বাসিন্দা আব্দুল মোত্তালেব বলেন, পদ্মা নদীতে প্রচন্ত বাতাসের কারনে এখন ভাঙ্গন দেখা দিয়েছে। গুরি গুরি বৃষ্টিতে মাটি নরম হয় আর বাতাসে ভেঙ্গে যায়। গত ৭ দিনে এই এলাকার অন্তত ১০ টি বসতবাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি। গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী আছাদুজ্জামান আছাদ বলেন, গত বছরগুলোতে গোয়ালন্দ উপজেলার দেবোগ্রাম ও দৌলতদিয়ার অর্ধেক অংশ নদীগর্র্ভে বিলিন হয়েছে। গত বছর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তীব্র ভাঙ্গনে একে একে চারটি ফেরিঘাট নদীতে বিলিন হয়েছিলো। নদীগর্ভে গেছে ঘাট এলাকার অন্তত ৫ শত বসতবাড়ি। এ বছরও ভাঙ্গন শুরু হয়েছে যে কারনে ফেরিঘাট ও লঞ্চঘাট ভাঙ্গনের সম্মুখীন। এই মুহুর্তে পানি উন্নয়ন বোর্ড সময়োযোগী সিদ্ধান্ত না নিলে আসতে পারে বড় বিপর্য। পানি উন্নয়ন বোর্র্ড রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ বলেন, করোনা ভাইরাসকে উপেক্ষা করেই আমরা কাজ করে যাচ্ছি। রাজবাড়ী শহর রক্ষা বাধের ৭ কিলোমিটার এলাকায় প্রায় চারশত কোটি ব্যয়ে স্থায়ী করনের কাজ চলমান আছে। যার ৬৫ ভাগ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের একটি দল রজবাড়ী বিভিন্ন ভাঙ্গন এলাকার পরিদর্শন করেছে। ভাঙ্গন এলাকা চিন্থিত করে বালুর বস্তা ফেলা শুরু হয়েছে। অন্তার মোড় এলাকায় ভাঙ্গন রোধে কাজ করার জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় বালুর বস্তা ও ড্রেজিং মেশিন দিয়ে বালু ফেলা হচ্ছে। এ বছর ভাঙ্গনরোধে ব্যপক প্রস্তুতি আছে। আর ফেরিঘাট এলাকায় বিআইডব্লিটি এর সাথে সমন্নয় করে নদী শাসনের কাজ করবে পানি উন্নয়ন বোর্ড।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share