রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন রবিবার বলেন, গত ২৪ ঘন্টায় মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ৩২ জন। রাজবাড়ী সদর হাসপাতাল, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ এপ্রিল ২২টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে পজিটিভ ৬ জন (সদর উপজেলা ৩ জন, পাংশা ২ জন, কালুখালী ১ জন )। গত ১৪ ও ১৫ এপ্রিল ৮৮টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে পজিটিভ ২৬ জন। সদর উপজেলা ২৩ জন (প্রেরিত নমুনা ৬০ জন), পাংশা উপজেলা ১ জন (প্রেরিত নমুনা ১০ জন), কালুখালী উপজেলা ১ জন (প্রেরিত নমুনা ১১ জন), গোয়ালন্দ উপজেলা ১ জন (প্রেরিত নমুনা ৭ জন)। মোট পজিটিভ রোগী শনাক্ত ৩৯০৬ জন। (রাজবাড়ী সদর উপজেলা ২১৪৮ জন, পাংশা উপজেলা ৮৫৮ জন, কালুখালী উপজেলা ২৪৭ জন, বালিয়াকান্দি উপজেলা ৩৩৮ জন, গোয়ালন্দ উপজেলা ৩১৫ জন )। সুস্থ ৩৫৭৫ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৯৪৩ জন, পাংশা উপজেলা ৭৭৭ জন, কালুখালী উপজেলা ২৩৮ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৯ জন, গোয়ালন্দ উপজেলা ২৮৮ জন)। মৃত্যু ৩৬ জন (রাজবাড়ী সদর উপজেলা ২০ জন, পাংশা উপজেলা ৯ জন, কালুখালী উপজেলা ৩ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন, গোয়ালন্দ উপজেলা ২ জন)। হোম আইসোলেশনে চিকিৎসারত ২৮৪ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৭৬ জন, পাংশা উপজেলা ৭০ জন, কালুখালী উপজেলা ৬ জন, বালিয়াকান্দি উপজেলা ৭ জন, গোয়ালন্দ উপজেলা ২৫ জন)। হাসপাতালে ভর্তি আছেন ১১ জন( সদর ৯ জন,পাংশা ২ জন)।