রাজবাড়ীতে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগীতা অন্বেষনে অনুর্দ্ধ ১৬ বালক বালিকাদের ১০ দিন ব্যাপি সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৬ মার্চ) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাজবাড়ী সুইমিং পুলে এ সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সর খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশসক সার্বিক মাহাবুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলাক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সাঁতার উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর....