
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২১, ১১:৩৫ এ.এম
রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা হুমকি দিলেন চেয়ারম্যান মুনা

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ইউনুছ আলী বিশ্বাস (৪৪) কে খুনের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রব (মুনা) বিশ্বাসের বিরুদ্ধে।
গত ১৬ মার্চ (সোমবার) উক্ত অভিযোগের পেক্ষিতে পাংশা মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন (জিডি নং-৬২৭) ইউনুছ আলী বিশ্বাস।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয় পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রব (মুনা) বিশ্বাস ও তার সহযোগী রবিউল ইসলামের সঙ্গে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক বিরোধ চলে আসছে। তারই জের ধরে চেয়ারম্যান ও তার সহযোগী বিভিন্নভাবে ইউনুস আলী বিশ্বাস কে প্রকাশ্যে ও গোপনে হত্যার হুমকি দিতে থাকে।
অভিযোগে আরও উল্লেখ করা হয় গত ১৫ তারিখে রবিউল ইসলাম ও তার ৫/৭ জন সহযোগী কে নিয়ে আনুমানিক বিকাল ৫টার সময় পাংশা থানার জাগিরকয়া বাজারে কাশেমের ঔষধের দোকানের সামনে পাকা রাস্তার উপর ইউনুছ আলী বিশ্বাসকে গালিগালাজ দিয়ে বিভিন্ন প্রকার ভয়-ভিতি সহ খুনের হুমকি দেন।
এ বিষয়ে ইউনুছ আলী বিশ্বাস বলেন, মুনা চেয়ারম্যানের সাথে আমার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে, তারই প্রেক্ষিতে মুনা এবং রবিউল আমাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।তিনি আরও বলেন আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছি। তারই জের ধরে মুনা চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে হত্যা পরিকল্পনা করছে।
এ বিষয়ে মোঃ আব্দুর রব (মুনা) বিশ্বাস বলেন, আপনি যেখানকার সাংবাদিক হন তাতে যায় আসে না। ইউনুছ আমার বিরুদ্ধে কোন অভিযোগ থানায় করে নাই, আপনি মিথ্যা বলছেন। পরে আবার তিনি বলেন ইউনুছ আমার বিরুদ্ধে নয় রবিউলের বিরুদ্ধে অভিযোগ করেছে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.