সাভার তালবাগ এলাকায় প্রকাশ্যে মাথায় গুলি করে রংমিস্ত্রি শাহীন হত্যার ঘটনায় প্রধান আসামি (শুটার) মো. মেহেদী হাসানকে (৬৪) বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেটসহ গ্রেফতার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (২২ মে) রাতে গাজীপুরের গাছা থানাধীন তারগাছ এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ এর সিপিসি-২, সাভার ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।
শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে র্যাব-৪ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ব্যাটেলিয়নটির অধিনায়ক লে. কর্ণেল মাহবুব আলম।
তিনি জানান, মো. শাহিন (৩০) পেশায় একজন পেইন্টিং (রং) মিস্ত্রী। গত ১৯ মে রাতে পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা জেলার সাভার থানার তালবাগ এলাকাত কামনা অটোমোবাইল গ্যারেজের সামনে ভিকটিম শাহীনের সঙ্গে মেহেদী হাসানের কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে আসামী মো. মেহেদী হাসান তার রিভলবার দিয়ে শাহিনের মাথায় গুলি করে এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের এ ঘটনার পর আসামি মো. মেহেদী হাসান পলাতক থাকে। পরবর্তীতে র্যাব-৪ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে হত্যাকান্ডের আসামীকে আইনের আওতায় আনতে কাজ শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতরাতে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেটসহ মেহেদীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মেহেদী পেশায় একজন জমির দালাল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।