
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২২, ২:০৮ পি.এম
যৌতুকের দাবী পুরোন করতে না পারায় গৃহবধুকে হত্যা
রাজবাড়ীতে যৌতুকের দাবীতে জেসমিন আক্তার (২২) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। সে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের আবু বক্কার বিশ্বাস জামালের মেয়ে।
বুধবার সকালে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের মহিমশাহী চাঁদপুর গ্রামের ফজলু শেখের ছেলে সেতু শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহবধুর জেসমিনের বাবা আবু বক্কার বিশ্বাস জামাল জানান, ২ বছর আগে সেতুর সাথে তার কন্যা জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সেতু যৌতুকের দাবীতে তার কন্যাকে মারপিট করতো। গতমাসেও দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা। তাতেও ওর মন ভরেনি। এ জন্য বুধবার সকালে সেতু শেখ ও তার বোন আকলিমা আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে।
কালুখালী থানা ওসি মো. নাজমুল হাসান জানান, গৃহবধুর স্বামীর পরিবারের সদস্যরা দাবী গলা রশি দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহের সুরতহাল রিপোর্টে গলা ছাড়া আর কোন স্থানে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর স্বামী সেতু শেখকে আটক করা হয়েছে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.