
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২১, ৩:০৪ পি.এম
যশোরে সংঘর্ষে দুই গ্রামের ১০জন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক।

যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় গতকাল শুক্রবার বিকালে পদ্মবিলা ও বানিয়াগাতি গ্রামের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রামের ১০জন আহত হয়েছেন। আহতদের ভেতর ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হচ্ছেন বানিয়ারগাতি গ্রামের মোশারফ হোসেনের ছেলে জুয়েল (২৬), মিজানুর রহমান(৫৫), ইয়াকুব মোল্লার ছেলে আল-আমিন(২০), ববুল হোসেনের ছেলে আরিফ(১৭), আহমদ আলীর ছেলে হাফিজ(২৬), একই গ্রামের ফিরোজ (২৫)।অপরদিকে পদ্মবিলা গ্রামের গফুর মোল্লার পুত্র আবু হানিফ(৩৬), আব্দুল মজিদ মোল্লা দু'পুত্র সোহাগ (২২),ও বিল্লাল(২৪) এবং কাদের মোল্লার পুত্র রমজান আলী(২৯)।
আহতরা জানিয়েছেন বানিয়ারগাতি ও পদ্মবিলা গ্রামের মধ্যবর্তী স্থানে মান্দারের বিল নামে একটি বিল রয়েছে। গতকাল বেলা এগারটার দিকে পদ্মবিলা গ্রামের লোকজন বিল পার হয়ে বানিয়াগাতি গ্রামে বিলের পাশে ভেড়িতে ঘাস কাটতে যায়। তখন বানিয়াগাতি গ্রামের মিজানের সাথে তাদের গোলযোগ হয়। বিকেল ৫টার দিকে উভয় গ্রামের লোকজন ভেড়ির পাশে সমবেত হয় এবং সকালের ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে দুই পক্ষের ১০জন আহত হন আহতদের গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে জুয়েলের অবস্থার অবনতি ঘটে। তখন তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
আজ শনিবার দুপুর ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.