যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পটুয়াখালীর কলপাড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। এর পরে শুরু হয় জাতির সুর্য সন্তান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। উপজেলা আওয়ামীলীগ’র আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এছাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বীর শহীদদের স্মরনে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন থেকে একে একে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে এছাড়াও উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রশাসনিক সংবর্ধনা দেয় হয়েছে। পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে এ সংবর্ধনা দেয় হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সাংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বদিউর রহমান বন্টিন , ডেপুটি কমান্ডার সাংবাদিক হাবিবুল্লাহ রানাসহ আরো অনেকে। এ সময় জাতির সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রাত ১২ টা এক মিনিটে কলাপাড়া প্রেস ক্লাব, রিপোর্টর্স ইউনিটি, রিপোর্টর্স ক্লাব শহীদদের শ্রদ্ধা জানান পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করে।
এছাড়া সন্ধ্যা ৭টায় শেখ কামাল অডিটরিয়ামে বাউল সংঘের আয়োজনে মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক ‘বিবি সাব’ মঞ্চায়ন করা হয়।