মেট্রোরেলের নির্মাণাধীন স্টেশনের দেয়ালের কিছু অংশ ধসে প্রাণ হারিয়েছেন এক পথচারী। সোমবার (৩০ মে) সকালে মিরপুর ১১ নম্বর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তালুকদার দোকানকর্মী বলে জানা গেছে। কাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রকল্প সংশ্লিষ্টরা।
প্রতিদিনের মতো সকালে কর্মস্থলের উদ্দেশে বের হয়েছিলেন দোকানকর্মী সোহেল তালুকদার। কিন্তু কে জানতো এই হবে তার শেষ যাওয়া। বাসা থেকে মাত্র ২০০ মিটার যেতেই নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে ইট পড়লে মৃত্যু হয় তালুকদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর ১১ নম্বরে মেট্রোরেল প্রকল্পের ২০২ ও ২০৩ নম্বর পিলারের মাঝামাঝি অংশে ভেঙে পড়ে স্টেশনের নির্মাণাধীন দেয়ালের কিছু অংশ। আর তাতেই প্রাণ হারাতে হয় সোহেলকে। এমন দুর্ঘটনায় প্রশ্ন উঠছে কাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
তারা জানান, ওপর থেকে ইট পড়ে তার মাথায়, আগে রাস্তা তারা বন্ধ করেননি, পরে করেছেন, বন্ধ থাকলে কেউ যেত না আর এমন দুর্ঘটনাও ঘটত না।
তবে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি প্রকল্প সংশ্লিষ্টরা। বরং দুর্ঘটনাস্থলের ছবি তুলতে গেলে দলবেধে বাধা দেন তারা।
আর এ ঘটনায় কারও অবহেলার প্রমাণ মিলেছে কিনা, জানতে চাইলে পুলিশ বলছে, সব কিছু তদন্তের বিষয়।
ঘটনাস্থলে আসা পুলিশ কর্মকর্তা পিন্টু বলেন, অনেক ইট খসে পড়েছে, যার কারণে ঘটনাস্থলেই মারা যায় ওই ব্যক্তি। বিষয়টি তদন্ত সাপেক্ষ। আমাদের সিনিয়র কর্মকর্তারা তদন্ত করছেন।
নিহত সোহেল রাজধানীর মিরপুর ১০ নম্বরে একটি স্বর্ণের দোকানে কাজ করতেন।