হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহীঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে তিন মাসব্যাপী বাংলাদেশ ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী আই.এইচ.টি ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ওহিদুরজ্জামান নাঈম।
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা দেশব্যাপী ১ কোটি বৃক্ষরোপনের কর্মসূচি গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু সহিষ্ণু সবুজ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এরই প্রেক্ষিতে“মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান”
ওহিদুরজ্জামান নাঈম বলেন, পরিবেশ বাঁচাতে গাছ অপরিহার্য তাই আমাদের প্রত্যেকের বৃক্ষরোপণ করা উচিৎ। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনানুসারে ইনশাআল্লাহ সারা বাংলা সবুজে ছেয়ে যাবে।
এই বিভাগের আরও খবর....