
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৭:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২১, ৪:১৭ পি.এম
মাস্ক না পড়ায় ১৮ জনকে জরিমানা

ভয়াবহ করোনা মোকাবেলায় সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় ১৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল ১২.৩০মিনিট থেকে দুপুর ১.৩০মিনিট পর্যন্ত উপজেলার সদর রোডে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় লকডাউন অমান্য করায় সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ধারা লংঘনে ২৪/২ ধারায় ১৮টি মামলা দেয়া হয়। সব মিলিয়ে ১৮ টি মামলায় মোট সাতশত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, করোনা পরিস্থিতির ভয়াবহতায় সকলকেই স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত। তাই এ সময় জরুরি না হলে সকলকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন তিনি।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.