
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২১, ৪:৪৩ পি.এম
মারধরের স্বীকার যুবক মৃত ব্যক্তির জানাজায় পাওনা টাকার কথা প্রকাশ করায়
রাজশাহী বাঘায় এক মৃত ব্যক্তির জানাজায় পাওনা টাকার কথা প্রকাশ করলে ঐ মৃত ব্যক্তির দাফন শেষে মৃত ব্যক্তির ভাইয়েররা যুবককে বেধড়ক মারপিট করে। শনিবার (৯ অক্টৌবর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার তেঁথুলিয়া মাউদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়,শনিবার সকাল ৯ঘটিকায় মৃত ব্যক্তির জানাযায় একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুবেল ইসলাম (৩২) উপস্থিত হয়। জানাযায় উপস্থিত মুসল্লিদের উদেশ্যে মৃত ব্যক্তির বড় ভাই আঃরশিদ তার মৃত ভাইয়ের ঋণ পরিশোধ করবেন বলে উপস্থাপন করেন। সেই সময় রুবেল টাকা পাব বলে জানায়। দাফন শেষে মৃত ব্যক্তির ভাই নবীর ৯টা ৪৮ মিনিটে মুঠো ফোনে কল দিয়ে টাকা দেবো বলে বাড়ীতে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে।
মারপিটের স্বীকার রুবেলের বড় ভাই আবু রায়হান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বাড়ীর দরজা বন্ধ। কিন্তুু ভিতর থেকে চিৎকারের শব্দ শুনে ৯৯৯ কল করি। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই । স্থানীয় লোকজন রুবেলকে উদ্ধার করে। তার অবস্থা আশংকা জনক হলে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মুঠো ফোনে ঐ মৃত ব্যক্তির ভাই নবীরের কাছে এবিষয়ে জানতে তিনি স্ব-উত্তর দিতে পারেনি।
একই এলাকার সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান,দেড় বছর আগে শুনে ছিলাম রুবেল হোসেন টাকা পাবে। আজকের মারধরের ঘটনাও মুঠো ফোনে শুনেছি।
এবিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু জানান,খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ছিলাম। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.