May 22, 2025, 7:57 pm
Logo
শিরোনামঃ
আশুলিয়ায় ৪ দফা দাবি বাস্তবায়নে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র মানববন্ধন সাভারে মিথ্যা মামলা, অপপ্রচার এবং কৃষিজমি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন, স্মারকলিপি প্রদান ঢাকা বোট ক্লাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাভারে ৯৪ বোতল ফেনসিডিল সহ পেশাদার দুই মাদক কারবারি গ্রেফতার ইশরাক হোসেন ইস্যুতে আমাকে দোষারোপ করা সমীচীন হবে না: আসিফ মাহমুদ গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে এক রং মিস্ত্রির মাথায় গুলি করে হত্যা আশুলিয়ায় পার্কিং করা বাসে আগুন স্বামী স্ত্রীকে হত্যার পর ৯৯৯ এ কল ৭১ টিভির চিত্র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মানবিক বাংলাদেশ চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

সাভার প্রতিনিধি 79
নিউজ আপঃ Saturday, October 19, 2024

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী চায় একটি মানবিক বাংলাদেশ। যেখানেই মানবতার বিপর্যয় ঘটেছে সেখানেই মানবতার পাশে দাঁড়িয়েছে জামায়াত। জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ এবং আহতরা আমাদের জাতীয় বীর।

বৃহস্পতিবার রাতে সাভারের পক্ষাঘাতগ্রস্পুতদের পূর্নবাসন কেন্দ্রে (সিআরপি) গুলিবিদ্ধ চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা চাইনা দেশের জন্য যারা এত বড় ত্যাগ স্বীকার করেছে তারা কারো দয়ার পাত্র হয়ে থাকুক। এই আন্দোলনে আত্মত্যাগ কারীদের যথার্থ মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাই যথাযথ চিকিৎসা নিয়ে এই মানুষগুলো যাতে কাজ করে খেতে পারে এবং সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। তাদের পুনর্বাসনেও জামায়াত সবসময় পাশে থাকবে।

নেতাকর্মীদের নিয়ে চিকিৎসাধীন রোগীদের শয্যা পাশে যান এবং তাদের চিকিৎসাসহ পরিবারের খোঁজখবর নেন জামায়াতের আমির।

এ সময় অন্যানের মধ্যে জামায়াতের ঢাকা জেলা উত্তরের আমির মাওলানা আফজাল হোসেন, নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, জেলা সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ তৌহিদ হোসেন, রাজনীতি বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, আইন সম্পাদক এ্যাডভোকেট শহীদুল ইসলাম, মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান, প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ, সাভার পৌর আমির আজিজুর রহমান, ধামরাই উপজেলার আমির মাওলানা আব্দুল হালিম, সাভার থানা আমির আব্দুল কাদের, ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর সভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহতদের ৫৭ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন সাভারের সিআরপিতে। তাদের মধ্যে স্পাইনাল কর্ডে গুলিবিদ্ধ ৬ জনের অবস্থা গুরুতর।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share