
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৮:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২০, ১১:৪১ এ.এম
মাধবপুরে নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে করোনায় খাদ্য সংকটে পড়তে পারে এমন মানুষদের সহায়তা প্রদান করেছে মাধবপুর উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলার বুল্লা ইউনিয়ন ও মাধবপুর পৌরসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত আহার্য প্রদান কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ।
এ সময় সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে বাসায় অবস্থান করার অনুরোধ জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ জানান,উপজেলার ১১টি ইনিয়ন ও ১ টি পৌরসভায় ধারাবাহিকভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রাথমিক ভাবে কর্মহীন খেটে-খাওয়া পরিবারের মাঝে ২০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি তেল বিতরণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.